রংপুর বিভাগীয় কমিশনার কাহারোলের বিভিন্ন দপ্তর ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন

  23-04-2018 07:19PM

পিএনএস, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : রংপুর বিভাগীয় কমিশনার কাহারোল উপজেলার বিভিন্ন দপ্তর সমূহ ও সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রম পরিদর্শন করেছেন।

সোমবার সকাল ৯টা ৫০মিনিটে রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ দিনাজপুর জেলার কাহারোল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সহ অত্র উপজেলায় বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম পরিদর্শন করেছেন।

রংপুর বিভাগীয় কমিশনার যে সকল স্থান ও উন্নয়ন মূলক কার্যক্রম পরিদর্শন করেছেন তা হল উপজেলা ভূমি অফিস, কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, রামচন্দ্র পুর ইউনিয়ন ভূমি অফিস, রাম চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়, রামচন্দ্র পুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার, রামচন্দ্রপুর ইউনিয়নে একটি বাড়ী একটি খাবার প্রকল্পের নয়াবাদ গ্রাম উন্নয়ন সমিতি নামক মাননীয় প্রধান মন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প, মুকুন্দপুর ইউনিয়নের পানিশাইল আশ্রয়ন প্রকল্প ও জেলা পরিষদের বাস্তবায়নাধীন কাহারোল উপজেলার দীপ্ত জীবন হাসপাল (দাতব্য চিকিৎসালয়) নির্মান প্রকল্প এবং বার মাইলে অবস্থিত তেভাগা মুর্যাল নির্মাণ প্রকল্প।

কাহারোল উপজেলার বিভিন্ন দপ্তর সমূহ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন কালে বিভাগীয় কমিশনারের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা প্রশাসক ড, আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব আলী, রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আতাউর রহমান বাবুল প্রমুখ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন