বিরামপুরে বাল্যবিবাহ বন্ধে শিশু ফোরামের মানববন্ধন

  17-05-2018 06:42PM

পিএনএস, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নে অনির্বান শিশু ফোরামের উদ্যোগে গত (১৬ মে) বাল্যবিবাহ বন্ধের দাবীতে র‌্যালী, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বিরামপুর এপি’র আয়োজনে এবং প্রোগ্রাম অফিসার আগষ্টিন সরকারের উপস্থিতিতে ধানজুড়ী মিশন কম্পাউন্ড থেকে র‌্যালী রতনপুর বাজার পর্যন্ত গিয়ে মানববন্ধন করেন।মানববন্ধন শেষে অনির্বান শিশু ফোরামের সভানেত্রী মোছাঃ শারমিন আক্তার বাল্যবিবাহ বন্ধে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করে একটি স্মারকলিপি পেশ করেন। খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন, ওয়ার্ড সদস্য মোঃ আমিরুল ইসলাম। এসময় তিনি বলেন, “ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বাল্য বিবাহ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।” এতে ২০০জন শিশু-কিশোরসহ ৩ শতাধিক লোক অংশ গ্রহণ করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন