খুলনার কয়রায় একশ' ফুট বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন

  18-05-2018 03:47PM

পিএনএস : খুলনার কয়রার দক্ষিণ বেতিকাশিতে জোয়ারের পানির চাপে প্রায় একশ’ ফুট বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বিপদজনক অবস্থায় রয়েছে আরো প্রায় ১৫ কিলোমিটার বেড়িবাঁধ।

আজ শুক্রবার সকাল থেকে বেড়িবাঁধের জোড়সিং বাজার লঞ্চঘাট এলাকায় এই ভাঙন দেখা দেয়।

দক্ষিণ বেতিকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম সামছুর রহমান জানান, ভাঙনে এরই মধ্যে জোড়সিং বাজার লঞ্চঘাটের পল্টুনসহ ১০/১২টি ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। একই সাথে লঞ্চঘাটের আশেপাশে বাঁধের বিভিন্ন অংশ ভাঙতে শুরু করেছে। এতে ইউনিয়নের জোড়সিং, পাতাখালি, বিনাপোতা ও আংটিহারা গ্রাম পানিতে প্লাবিত হওয়ার আশংকা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সেকশন অফিসার (এসও) মো. মশিউল আবেদীন জানান, এই মুহূর্তে বেড়িবাঁধ সংস্কারের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ নেই। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন