চিরিরবন্দরে আঙ্গুর ফল খেয়ে একই পরিবারের ৪ জন অসুস্থ

  18-05-2018 04:21PM

পিএনএস, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পল্লীতে আঙ্গুর ফল খেয়ে একই পরিবারের ৪ জন অসুস্থ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্রো চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতালের সুত্র ধরে জানা গেছে, গত ১৭ মে বৃহস্পতিবার সকাল ১১টায় উজেলার আব্দুলপুর ইউনিয়নের দিঘারণ গ্রামের আব্দুস সালাম(৭০), তার স্ত্রী হাসনা বেগম (৬০), কন্যা সালেহা বেগম (৩০) ও শারমিন (১৮) তাদের বাড়িতে আত্মীয় এর আনানো আঙ্গুর ফল খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে আসলে তাদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন আব্দুস সালাম জানান, তার ছেলে সায়েম বাবুর শ্বাশুরী একই উপজেলার দগরবাড়ি গ্রামের ফিরোজা বেগম দীর্ঘদিনের বিরোধ ভেঙ্গে আমাদের বাড়িতে আঙ্গুর ফল নিয়ে আসলে ওই ফল আমরা সকলে খেলে আমরা অসুস্থ হয়ে পড়ি। এরপর বেহাই বাড়ি থেকে পালিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রা কর্মকর্তা ডা: আজমল হক জানান, তাদের প্রয়োজনীয় চিকিৎসা চলছে। বর্বমানে তারা আশংকামুক্ত। খুব তারাতাড়ি সুস্থ হয়ে যাবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন