নীলফামারীতে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত

  22-05-2018 09:54AM


পিএনএস, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরের মঙ্গলবার (২২ মে) রাত আড়াইটার দিকে গোলাহাট বধ্যভূমি এলাকা থেকে পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হচ্ছেন শহরের নিচু কলোনী এলাকার জনী (৩৪) ও ইসলামবাগ এলাকার শাহিন (৩২)।

এ ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হয়ে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এলাকাবাসী জানায়, ওই দুই মাদক ব্যবসায়ীকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়, ভোরে তাদের দুজনের লাশ গোলাহাট এলাকায় পাওয়া যায়।

সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, আটক মাদক ব্যবসায়ীরা জিজ্ঞাসাবাদে জানান, গোলাহাট বধ্যভূমি এলাকায় জসিয়ার রহমান জসি ও নূর বাবু নামে দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ী মাদকের বড় চালান নিয়ে আসবেন। ওই কথার সূত্র ধরে আটক দু'জনকে নিয়ে সেখানে গেলে এসময় গুলি চালানো হয় ও ককটেল ফাটানো হয়। ফলে ঘটনাস্থলে ওই দুইজন মাদক ব্যবসায়ী মারা যায় এবং ৪ জন পুলিশ গুরুতর জখম হয়। আহত পুলিশরা হচ্ছেন সৈয়দপুর থানার দারোগা ওয়াদুদ হোসেন, কনস্টেবল মোকারম হোসেন, আমিরুজ্জমান ও রাশেদুল ইসলাম।

তিনি জানান, ঘটনাস্থল থেকে ইয়াবা ও ককটেল উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন