রামপালে ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাল বরাদ্দ

  22-05-2018 04:48PM

পিএনএস, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপাল উপজেলার ১০ইউনিয়নের ১৫ হাজার ৩ শত ৭৮ জন দুঃস্থকে পবিত্র মাহে রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে সরকারি ভাবে ১০ কেজি করে ভি.জি.এফ এর চাল বরাদ্দ প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের দপ্তর থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র উপজেলা প্রশাসন দপ্তর বরাবর প্রেরণ করা হয়েছে।

এবছর ওই দুঃস্থদের অনুকুলে ১৫৩.৭৮০ মেঃ টন চাল বরাদ্দ প্রদান করা হয়েছে। রামপাল উপজেলার ত্রান দপ্তর সুত্রে জানাগেছে, উপজেলার গৌরম্ভা ইউনিয়নে ১ হাজার ৮ শত ৬৫ জন, উজলকুড়ে ২ হাজার ৭ শত ২০ জন, বাইনতলায় ২ হাজার ৪৮ জন, রামপাল সদরে ২ হাজার ৪ শত ১০ জন, রাজনগরে ১ হাজার ৬০ জন, হুড়কায় ৬ শত ২৪ জন, পেড়িখালী ১ হাজার ৪ শত ৪০ জন, ভোজপাতিয়ায় ৮ শত ২ জন, মল্লিকেরবেড় ১ হাজার ২৭ জন ও বাঁশতলী ১ হাজার ৩ শত ৮২ জনকে এ সহায়তা প্রদান করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাহিদুজ্জামান জানান, আমরা প্রতিটি ইউনিয়নের দুঃস্থদের তালিকা চেয়েছি। তালিকা পাওয়ার পর যাচাই বাচাই করে প্রকৃত দুঃস্থদের মাঝে এ চাল বিতরণ করা হবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন