নওগাঁর পত্নীতলায় ঘোষনগর ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

  22-05-2018 09:52PM

পিএনএস, নওগাঁ জেলা প্রতিনিধি : পত্নীতলায় ঘোষনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে গতকাল মঙ্গলবার ইউনিয়ন পরিষদ ভবনে ২০১৮/১৯ অর্থবছরের ২ কোটি ৯৬ লক্ষ ৫৮ হাজার ৪শত ৪৮ টাকা উন্মুক্ত বাজেট আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন।

পত্নীতলায় ঘোষনগর ইউনিয়ন পরিষদের আনুষ্ঠানিক প্রস্তাবিত বাজেট ঘোষণায় ইউনিয়নের রাস্তার উন্নয়ন, ড্রেন-কালভার্ট নির্মান, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, স্যানিটেশন, স্বাস্থ্য শিক্ষা, জন্ম নিবন্ধন সহ জনকল্যান মূলক কাজকে অগ্রাধীকার দিয়ে ইউনিয়ন বাসীর আরো পাশে থেকে কাজ করার আশা ব্যক্ত করে ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে বক্তাগন বক্তব্য রাখেন। উক্ত উন্মুক্ত বাজেটে ২০১৮/১৯ অর্থ বছরের এবারের প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে রাজস্ব খাতে ২৫ লক্ষ ৩০ হাজার ৬শত ৪৮ টাকা ও উন্নয়ন খাতে ২ কোটি ৭১ লক্ষ ২৭ হাজার ৮ শত টাকা সর্বমোট ২ কোটি ৯৬ লক্ষ ৫৮ হাজার ৪শত ৪৮ টাকা।

বাজেট ঘোষণাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র ইউপির সচিব রাখি পারভিন, ইউপি সদস্য নাসিমা খাতুন, আতোয়ার রহমান, মোয়াজ্জেম হোসেন, জহিরুল ইসলাম নান্টু, রওশন আরা বেগম, গিয়াস উদ্দীন, আয়েন উদ্দীন, ছামাদুল ইসলাম, মাফরোজা বেগম, শাহাদত হোসেন, লিটন মোল্লা, নূরল ইসলাম সহ ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী, সাংবাদিকবৃন্দ ও এলাকার সূধীজন প্রমুখ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন