বিরামপুরে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

  23-05-2018 06:09PM

পিএনএস, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিতে অতিদরিদ্র জনগণের অধিকার ও প্রবেশাধিকার সুনিশ্চিত করণের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সাথে জনগণের আন্ত:সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বুধবার (২৩ মে) উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিরামপুর উপজেলা কনফারেন্স রুমে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন ও পল্লী শ্রীর আয়োজনে ইভিপিআরএ প্রকল্পের সমন্বয় সভায় বক্তারা ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা, বিধাব ভাতা, প্রতিবন্ধি ভাতা, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা উপবৃত্তিসহ অতি দরিদ্র কর্মসূচিতে কার্ডেও বরাদ্দ বৃদ্ধি, স্বজনপ্রীতি ও দলীয় প্রভাব থেকে দূরে থাকার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানান এবং প্রকল্পের ৬ মাসের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল ইসলাম, পল্লী শ্রীর প্রকল্প সমন্বয়কারী মইনুল ইসলাম, সিনিয়র সিডিএস সাইফুল ইসলাম, মাজেদুল ইসলাম, সিডিএস সোহেল রানা, আরিফুল ইসলাম, সুবাস হাঁসদা, ৭ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং প্রকল্পের এ্যাপেক্স বডির সদস্যগণ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন