৪০ ফুট গভীর থেকে ছাগল উদ্ধারে ফায়ার সার্ভিস

  23-05-2018 06:15PM

পিএনএস ডেস্ক: এবার নগরীর কয়েরদাড়া এলাকার নির্মাণাধীন তহসিল অফিসের প্রায় ৪০ ফুট গভীর সেফটি ট্যাঙ্ক থেকে ছাগল উদ্ধার করেছে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা। মঙ্গলবার রাত ৮টার দিকে ছাগলটি উদ্ধার করা হয়।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে কয়েরদাড়া এলাকার ওয়াজেদ আলীর একটি ছাগল একই এলাকার নির্মাণাধীন তহশিল অফিসের প্রায় ৪০ ফুট গভীর সেফটি ট্যাঙ্কে পড়ে যায়। এরপর স্থানীয়রা অনেক চেষ্টা করে ছাগলটি উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের লিডার নুরুন্নবীর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিট চেষ্টা করে ছাগলটিকে জীবিত উদ্ধার করেন।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন