নবাবগঞ্জে বিলুপ্ত পানি পানের কুপ

  24-05-2018 04:07PM

পিএনএস, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা এলাকায় বিলুপ্ত প্রায় পানি পানের কুপ। এক সময়ের পানি পানের ভরসা কুপ এখন কালের বিবর্তনে তা হারিয়ে যাচ্ছে। মাঝে মাঝে কোথাও ১/২টি কুপ দেখা গেলেও সেগুলি এখন পরিত্যাক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং সেগুলোতে পানিও নাই। উপজেলার ভাদুরিয়া ডাকবাংলোর ভিতরে কালের স্বাক্ষী হিসাবে এরকম একটি কুপ রয়েছে।

প্রবীনেরা জানান এক সময় কুপই ছিল পানির ভরসা। গরীবেরা তো বটেই সম্ভ্রান্ত পরিবারের মধ্যেও কুপের পানি ব্যবহার করা হতো। সে কুপও আবার সবার ঘরে ঘরে ছিল না। গ্রামের ভিতরে ১/২টি করে কুপ ছিল। সেই কুপ থেকে পাড়ার সকলে পানি সংগ্রহ করে তা ব্যবহার করত। এতে করে পাড়া মহল্লার গৃহিনীদের একে অপরের সাথে দেখা হওয়ারও একটা সুযোগ ছিল। আর এখন ঘরে ঘরে টিউবওয়েল ও বিদ্যুত চালিত মটর ব্যবহারে পানি সংগ্রহ করছে। বিভিন্ন উপায়ে এখন পানি সহজ লভ্য হওয়ায় অনেক আগেই কুপের ব্যবহার প্রায় বন্ধ হয়ে গেছে। এখন সেটি বিলুপ্ত প্রায়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন