কাহারোলে ডাবোর ইউ,পি’র উন্মুক্ত বাজেট ঘোষণা

  24-05-2018 04:40PM

পিএনএস, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : কাহারোলে ডাবোর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

দিনাজপুরের কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা ও এক আলোচনা সভা গতকাল সকাল ১১ টার সময় ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ইউ,পি চেয়ারম্যান বাবু সত্যজিৎ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট ইউ,পি সচিব এ,টি,এম নুর-ই-আলম এর উপস্থাপনায় ২০১৮-১৯ অর্থ বছরে উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে বাজেটের উপর ভিত্তি করে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনায় অংশ গ্রহণ করেন, ডাবোর ইউ,পি আ’লীগের ভারপ্রাপ্ত-সভাপতি মোঃ আবুল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম, কৃষক লীগের ই,পি শাখার সভাপতি মোঃ আমজাদ হোসেন, ইউ,পি সদস্য ভবেশ চন্দ্র রায়, উজ্জল ব্যানার্জী, মোঃ মাসুদ আলম, আদিত্য রায়, মোঃ শাহিন রানা, পুষ্প রাণী রায়, ভারতী রানী রায় সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাজেটের উপর বক্তৃতা করেন।

উক্ত ডাবোর ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থ বছরের রাজস্ব খাতে ২৭ লক্ষ ৫১ হাজার ৪৭০ টাকা এবং উন্নয়ন খাতে ৮৮ লক্ষ ৭৬ হাজার ৯০০ শত টাকা সর্বমোট ১ কোটি ১৬ লক্ষ ২৮ হাজার ৩৭০ টাকা বাজেট ঘোষণা করা হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন