দিনাজপুরে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত

  26-05-2018 11:28AM

পিএনএস, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে জেলার অন্যতম মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী ডলার সাবদারুল (৪৭) নিহত হয়েছে। অপরদিকে, বন্দুকযুদ্ধের ঘটনায় দিনাজপুর সদর উপজেলার মহাব্বতপুর গ্রামের আব্দুস সামাদের পুত্র আব্দুস সালাম (৩৬) রামসাগর এলাকায় বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিক্তিতে খবর পেয়ে র‌্যাব ১৩ এর সদস্যরা বীরগঞ্জের মরিচা ইউনিয়নের বাসুদেবপুর এলাকায় অভিযান চালালে বন্দুকযুদ্ধে ডলার সাবদারুল নিহত হয়। বন্দুকযুদ্ধের সময় সাবদারুলের সাথে থাকা ৪/৫ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমানে মাদকদ্রব্য, বিদেশী অস্ত্র উদ্ধার করা হয়। ২ জন র‌্যাব সদস্য আহত হয়েছে বলে র‌্যাব দাবি করেছেন। ঘটনার সত্যতা স্বিকার করেছেন র‌্যাব ১৩ এর কোম্পানি কমান্ডার মেজর সাকিব।

নিহত ডলার সাবদারুলের বাড়ি বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের নন্দাইগাও গ্রামে। তার পিতার নাম মৃত মজিবর রহমান।

জানা গেছে, ডলার সাবদারুলের বিরুদ্ধে বীরগঞ্জ থানাসহ বিভিন্ন স্থানে প্রায় ২০/২২টি মাদক, ডলার, অস্ত্রসহ বিভিন্ন মামলা রয়েছে। সর্বশেষ ২৪ এপ্রিল বীরগঞ্জ থানার পুলিশ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করে আদালতে প্রেরন করেছিলো।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন