কুমিল্লায় মহাসড়কের পাশেই পাগলীটা মা হয়েছেন

  26-05-2018 08:01PM

পিএনএস, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আদর্শ সদরের আমতলী এলাকায় অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এক নারী রাস্তার পাশে মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন। তবে প্রসূতি ওই নারী মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে নাম পরিচয় জানা যায়নি। আজ শনিবার (২৬ মে) বিকাল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।

এ সময় স্থানীয় লোকজনের সহযোগীতায় আশপাশের মহিলারা নবজাতকের মাকে প্রাথমিক সেবা দেন। খবর পেয়ে ছুটে আসেন নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান রুবেলসহ এস আই দয়াল, এএসআই নুরে আলম। তারা নবজাতককে পুলিশের গাড়ি করে দ্রুত হাসপাতালে পাঠায়। পুলিশের এমন মানবিক কর্মকান্ডে ধন্যবাদ জ্ঞাপন করে স্থানীয়রা। বর্তমানে মা ও শিশুকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান রুবেল বলেন, একজন মানসিক রোগী সড়কের পাশে সন্তান প্রসবের খবর শুনে ছঁটে আসি। পরে স্থানীয়দের সহায়তায় নবজাতককে হাসপাতালে পাঠাই। মানসিক ভারসাম্যহীন ওই নারীকে স্থাণীয় মহিলারা সেবা দিচ্ছেন। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ্য আছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন