বেতন না পাওয়ায় ৫শ’ শিক্ষক ঈদ আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন

  12-06-2018 03:06PM


পিএনএস, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে বেতন না পাওয়ায় ৩৬টি মাদ্রাসার প্রায় ৫০০ শিক্ষক আসন্ন ঈদ আনন্দ থেকে বঞ্চিত হতে চলেছে। স্কুল কলেজের শিক্ষকদের বেতন বোনাস দেয়া হলেও মাদ্রাসার শিক্ষকদের আজ মঙ্গলবার (১২ মে) পর্যন্ত বেতন ছাড় দেয়া হয় নাই। ফলে বেতনের টাকায় তাদের আর ঈদের আনন্দ করা হচ্ছে না।

আজ বাদে আর মাত্র ১দিন অফিস খোলা। তারপর ঈদ। উপজেলার হরিরামপুর দাখিল মাদ্রাসার সুপার মোঃ বাহার আলী, রঘুনন্দনপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আঃ মালেক ও নবাবগঞ্জ উপজেলা সদরের আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলতাব হোসেন জানালেন শুধু নবাবগঞ্জ উপজেলার মাদ্রাসা শিক্ষকই নয় সারা বাংলাদেশের মাদ্রাসা শিক্ষকরা এবারে এখনও তাদের বেতন পান নাই। নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জাল হোসেন মাদ্রাসা শিক্ষকদের বেতন না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন