ডিমলায় ভিজিএফ পাচ্ছে ৬৭,১৮৮ পরিবার

  12-06-2018 05:51PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : দূযোর্গ ও ত্রাণমন্ত্রলনায়ের সহায়তায় স্থানীয় প্রশাসনের আয়োজনে এবারে ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরীবদের মাঝে মাথাপিছু ১০ কেজি চাউল পাচ্ছে নীলফামারীর ডিমলা উপজেলার ১০ টি ইউনিয়নে ৬৭,১৮৮ টি পরিবার।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, ডিমলা সদর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম সরকার ১০৮০০, নাউতারা ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিনের ৮১৪১, খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সরকার ৭৯৯০, ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুর রহমানের ৮২২০, গয়াবাড়ী ইউপি চেয়ারম্যান শরিফ ইবনে ফয়সাল মুনের ৮৪৮৮, টেপা খড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিনের ৪৩৩৪, খগা খড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথনের ৭৪৪৮, পূর্ব ছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খানের ৩৪৪৮, পশ্চিম ছাতানই ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ৫৪০৫ এবং বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়ার ৭৯৩৪ টি পরিবারের বরাদ্দ পেয়েছেন বলে জানা গেছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন