বলাকা প্রকাশনের স্বত্ত্বাধিকারীকে প্রাণ নাশের হুমকি

  12-06-2018 10:04PM

পিএনএস ডেস্ক : বলাকা প্রকাশনের স্বত্ত্বাধিকারী ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য জামাল উদ্দিনকে গতকাল রাতে একাধিকবার প্রাণ নাশের হুমকি ও তার প্রতিষ্ঠান বোমা মেরে উড়িয়ে দেওয়া, জ্বালিয়ে ও পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার এ বিষয়ে তিনি চট্টগ্রাম কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর ৭২৭।

সাধারণ ডায়েরিতে জামাল উদ্দিন উল্লেখ করেন, গতকাল রাত ৯টা ৪৫ মিনিটে, ১০টা ৩ মিনিট ও ১০টা ৫৫ মিনিটে ০১৯৬০৫৫৭১৯৮ নম্বর থেকে পরপর দুবার ফোন করে আমার প্রতিষ্ঠান বলাকা প্রকাশন বোমা মেরে উড়িয়ে দেবে, জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে এবং কথায় কথায় আমাকে একাধিকবার প্রাণ নাশের হুমকি দিতে থাকে।

তিনি দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। একই সাথে দীর্ঘ ১৯ বছর যাবত বলাকা প্রকাশন পরিচালনা করছেন। স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে চট্টগ্রাম, মুক্তিযুদ্ধে চট্টগ্রাম শহরসহ তার বেশ কয়েকটি মুক্তিযুদ্ধের গবেষণা গ্রন্থ রয়েছে।

তিনি সাধারণ ডায়েরিতে আরও উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের ইতিহাস লেখার কারণে তিনি বিভিন্ন সময় স্বাধীনতাবিরোধী মৌলবাদী গোষ্ঠীর রোষাণলে পড়েছেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন