শতভাগ বিদ্যুতায়িত হলো ঝিকরগাছার বেজিয়াতলা-মোহিনীকাটী

  13-06-2018 03:21AM

পিএনএস, ঝিকরগাছা : ঐতিহ্যবাহী যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের প্রত্যন্ত দু’টি গ্রাম বেজিয়াতলা-মোহিনীকাটী। সন্ধ্যা হলেই গ্রামটি ডুবে যেত নিকষ অন্ধকারে। তবে যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনিরের প্রচেষ্টায় সে চিত্র পাল্টে গেছে। তাইতো ৯ জুন ২০১৮ দিনটি ওই এলাকাবাসীর কাছে একটি ঐতিহাসিক দিন।

বাংলাদেশ স্বাধীনের ৪৭ বছরে কত সরকার এসেছে, আবার চলে গেছে কিন্তু বিদ্যুতের আলোয় আলোকিত হয়নি গ্রাম দুটি। বিদ্যুতের দাবি নিয়ে যুগের পর যুগ অপেক্ষা করতে হয়েছে এলাকাবাসীকে। অবশেষে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনিরের প্রচেষ্টায় বিদ্যুতের আলো জ্বলে উঠলো। এতে গ্রামের শিশু, আবাল, বৃদ্ধ, বণিতা মহা আনন্দ প্রকাশ করেছে। তাদের আনন্দে এলাকা ছিলো উৎসবমুখর।

সবশেষ শনিবার (৯ জুন ২০১৮) সকালে উপজেলার বেজিয়াতলা মাদরাসা মাঠে আয়োজিত বিদ্যুৎ উদ্বোধন অনুষ্ঠানে বেজিয়াতলা-মোহিনীকাটী গ্রামে ১১০টি পরিবারের মাঝে ৮১ লাখ টাকা ব্যয়ে ৪ কিলোমিটারব্যাপী এ বিদ্যুৎ উদ্বোধনের মাধ্যমে গ্রাম দু’টির শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করেন অ্যাড. মনিরুল ইসলাম মনির এমপি।

ডাক্তার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার দীপঙ্কর দাশ, ডিজিএম দেবাশীষ ভট্টাচার্য্য। আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা বাবরজান বরুণ, উপজেলা কৃষকলীগের সভাপতি আহমেদ ফারুক শান্তি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সাংবাদিক বিমল রায়, কাদের, মহিলা নেত্রী তরুণা বেগম তরু, ছাত্রনেতা হাসানুল ফয়েজ মজনু প্রমুখ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন