চিরিরবন্দরে কৃষি উপকরণ ডিলার ও ব্যবসায়ীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

  14-06-2018 11:19AM


পিএনএস, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতাভুক্ত কৃষি উপকরন ডিলার ও ব্যবসায়ীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত, কৃষি প্রশিক্ষণ হল রুমে মঙ্গলবার উপজেলা কৃষি অফিসার মো: মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রধান করেন দিনাজপুর জেলা প্রশিক্ষন অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস। এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: শরিফুল ইসলামসহ সকল উপ-সহকারী কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে অংশগ্রহনকারী বালাইনাশক ডিলার রাজু, ইমরানসহ অনেকেই বলেন এই প্রশিক্ষণ অত্যন্ত গুরতপূর্ণ এবং তাদের কৃষি উপকরণ বেচা কেনায় এই প্রশিক্ষণ সহায়ক ভুমিকা পালন করবে।
উপজেলা কৃষি অফিসার মো: মাহমুদুল হাসান বলেন,যে কোন ধরণের প্রশিক্ষণ কার্যক্রম জ্ঞান বাড়াতে সহায়ক ভুমিকা পালন করে। আর কৃষি উপকরণ ব্যবসায়ীদের বিভিন্ন আইনকানুনসহ সঠিক বিষয় গুলো এই প্রশিক্ষণে জানানো হয়ে থাকে। প্রশিক্ষণে উপজেলার ৩০ জন ডিলার ও ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন