বঙ্গোপসাগরে জাহাজে আগুন (ভিডিওসহ)

  15-06-2018 03:44AM

পিএনএস ডেস্ক: বঙ্গোপসাগরে ভাসমান একটি পণ্যবাহী জাহাজে আগুন লেগে বিপত্তি ঘটল। ঘটনার জেরে ওই জাহাজে আটকে পড়েন তার ২২ জন ক্রু-মেম্বার।

শেষমেশ উপকূলরক্ষী বাহিনী গিয়ে তাঁদের সকলকেই উদ্ধার করেছে। সামান্য আহত হলেও সকলকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ঠিক কী কারণে জাহাজে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।

উপকূলরক্ষী বাহিনী সূত্রে খবর, স্যান্ডস হেড থেকে ৫৫ নটিক্যাল মাইল দূরে ছিল ‘এমভি এসএসএল কলকাতা’নামের ওই জাহাজটি। তাতে কন্টেনার বোঝাই করা ছিল। বুধবার (১৩ জুন) রাত ১২টা নাগাদ তাতে আচমকাই আগুন লেগে যায়।

ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ জাহাজের কাছে পৌঁছে যায় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ‘রাজকিরণ’। আকাশপথে নজরদারি চালাতে হলদিয়া থেকে যায় উপকূলরক্ষী বাহিনীর ডরনিয়ার বিমান।

প্রাথমিক ভাবে ১১ জনকে উদ্ধার করা হয়। এর পর এ দিন দুপুরে সব ক্রু-মেম্বারকেই উদ্ধার করে নিয়ে আসা হয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজে।

আগুনের জেরে ইতিমধ্যেই ওই জাহাজের ৭০ শতাংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে। খবর ভারতীয় পত্রিকা।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন