নবাবগঞ্জে পুষ্টি সেবা প্রদানকারীদের নিয়ে সম্পর্ক স্থাপন কর্মশালা

  21-06-2018 04:07PM

পিএনএস, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে সরকারী বেসরকারী পুষ্টি সেবা প্রদানকারীদের নিয়ে সম্পর্ক স্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদ হল রুমে আইসিসিও কো-অপারেশনের অর্থায়নে এবং বেসরকারী সংস্থা সিসিডিবি কর্তৃক বাস্তবায়িত ইম্প্রুভিং নিউট্রিশন স্ট্যাটাস ইন ফ্যামিলি হেলথ (পুষ্টি) প্রকল্পের আয়োজনে সরকারী বেসরকারী পুষ্টি সেবা প্রদানকারীদের নিয়ে ওই সম্পর্ক স্থাপন কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় নবাবগঞ্জ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মমিনুর রসিদ, ইউ,পি সচিব মাজাহারুল ইসলাম, কমিউনিটি ক্লিনিকের আসমাউল হোসনা, ইউ,পি সদস্য আরিফুল ইসলাম, জাহানারা খানম, শিপরা রানী, সিসিডিবির ওই প্রকল্পের কো-অর্ডিনেটর কৃষিবিদ পার্থ প্রতিম সেন, প্রোগ্রাম অফিসার নুসরাত জাহান ও নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মতিয়ার রহমান উপস্থিত ছিলেন।

কর্মশালায় গোলাপগঞ্জ ইউনিয়নের কৃষক, সবজি বিক্রেতা, ফল বিক্রেতা ও মাছ বিক্রেতাগণ অংশ গ্রহন করেন । কর্মশালায় বক্তারা পাবলিক প্রাইভেট পার্টনারসীপ এর মাধ্যমে অত্র এলাকার জনগনের অপুষ্টির হার কমিয়ে স্বাস্থ্যের তথা পুষ্টির মান কিভাবে উন্নয়ন করা যায় সেই সম্পর্কে বিষদ আলোচনা সহ সমঝোতা স্মারক সাক্ষর করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন