‘নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান’

  22-06-2018 09:25PM

পিএনএস, মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাট-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট মো.আমিরুল আলম মিলনের সমর্থনে বাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাউথখালীতে এক মতবিনীময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট মো.আমিরুল আলম মিলন। বিশেষ অতিথি ছিলেন মোরেলগঞ্জ পৌরসভার বারবার নির্বাচিত মেয়র মোরেলগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মো. মনিরুল হক তালুকদার. মোরেলগঞ্জ থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বাবু রবিন দত্ত, যুগ্ম সম্পাদক মো. নাসির উদ্দিন মৃধা, সাংগঠনিক সম্পাদক মো. আ. রাজ্জাক, আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান আ.আউয়াল খান মহারাজ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ, বহরবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. রিপন হোসেন তালুকদার ।

শরণখোলা উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তাইজুল ইসলাম মিরাজের সঞ্চালনায় ও সাউথখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা মো. বাচ্চু মুন্সির সভাপতিত্বে বক্তব্য রাখেন, শরণখোলা উপজেলার আওয়ামী লীগ নেতা আ. সোবহান মুন্সি, কৃষক লীগ নেতা মো. ওয়াদুদ আকন, উপজেলা তাঁতী লীগের সভাপতি মো. জিয়াউল হাসান তালুকদারসহ দু’ উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে যারা রাজনীতি করেন তাদের মধ্যে কোন বিভাজন থাকতে পারেনা। ভবিষ্যতে আওয়ামী লীগের ত্যাগী নেতা-কর্মীদের সঠিক ভাবে মূল্যায়ন করা হবে। কিছু নামধারী নেতাদের কাঁধে ভর যে সকল জামায়াত, শিবির ও বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের মধ্যে অনুঃপ্রবেশ করে ফায়দা লুটছে এবং দলের দুর্নাম ছড়িয়ে ভাবমূর্তি ক্ষুন্ন করছেন তাদেরকে চিহ্নিত করে বিতাড়িত করা হবে। তাই সকল মতবিরোধ ভুলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন