পিএনএস, ব্রাহ্মণবাড়িয়া থেকে মোঃ রাকিবুর রহমান রকিব : ব্রাহ্মণবাড়িয়ার জেলা আখাউড়া উপজেলা থেকে মো. রাব্বি নামে নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার বড় বাজার এলাকার তিতাস নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। মৃত রাব্বি উপজেলার রাধানগর গ্রামের ইফতেখার হোসেন উজ্জলের ছেলে। গত দুই দিন ধরে সে নিখোঁজ ছিল।
আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার বলেন, গত দুইদিন আগে রাব্বি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে শুক্রবার দুপুরে তার মরদেহ নদীতে ভেসে ওঠে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল
আখাউড়া অবশেষে পাওয়া গেল রাব্বির লাশ
