বাগেরহাটে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত

  23-06-2018 06:34PM

পিএনএস, বাগেরহাট প্রতিনিধি : সারা দেশের মত বাগেরহাটেও আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস ২০১৮ পালিত হয়েছে।শনিবার (২৩ই জুন) বাগেরহাট স্বাধীনতা উদ্যান থেকে একটি বর্ণ্যঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষ্ণ করে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়,সিভিল সার্জন অরুণ চন্দ্র মন্ডল,সরকারী পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর অভিজিৎ বসু,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আফতাফ উদ্দিন,গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সতিনাথ বসু,জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুজ্জামান,জেলা তথ্য অফিসার মোঃ ফরিদ উদ্দীন,প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার সমাদ্দার সহ জেলার সকল বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা সরকারের বিভিন্ন বিভাগের সেবার মান উন্নয়ন বিষয়ে আলোচনা করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন