গাইবান্ধায় দুই ডাকাতদলের সংঘর্ষে নিহত ১

  24-06-2018 05:11PM

পিএনএস, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদরের গোদারঘাট ব্রিজ এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে দুই ডাকাতদলের মধ্যে সংঘর্ষে শনিবার গভীর রাতে আন্ত:জেলা ডাকাতদলের সদস্য পরেশ চন্দ্র (৪৮) নিহত হয়েছেন। পরেশ গাইবান্ধা সদরের সাহাপাড়া ইউনিয়নের কাশদহ গ্রামের নরেশ চন্দ্রের ছেলে।

পুলিশ ও গ্রামবাসী জানান, আন্ত:জেলা ডাকাতদলের সদস্য পরেশ চন্দ্র ও তার ভাই ভবেশ চন্দ্রের সাথে অন্য ডাকাতদলের সদস্য শৈলেস চন্দ্রের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে শনিবার রাত দুইটার দিকে গোদারঘাট ব্রিজ এলাকায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় শৈলেসের দলের সদস্যরা পরেশ ও তার ভাই ভবেশকে কুপিয়ে আহত করে। এতে ভবেশ ঘটনাস্থলেই মারা যান।

গাইবান্ধা সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পরেশের মৃতদেহ এবং আহত ভবেশকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরেশ, ভবেশ এবং শৈলেস আন্ত:জেলা ডাকাতদলের সদস্য। তাদের বিরুদ্ধে সদর থানাসহ বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে বলে জানান ওসি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন