ডিমলায় জুয়াখেলার অপরাধে পাঁচজনের বিনাশ্রম কারাদন্ড

  25-06-2018 05:15PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলায় প্রকাশ্যে জুয়াখেলার অপরাধে ৫ জনকে বিনাশ্রশ কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালদ। ডিমলা থানা সুত্রে জানা যায়, উপজেলার ডালিয়া ব্যাজের পার্শে তিস্তা পাড়ের বাঁধের উপরে প্রকাশ্যে জুয়া খেলতে থাকলে গোপন সংবাদের ভিক্তিত্বে ডিমলা থানার সেকেন্ড অফিসার আব্দুল রহিম তার সঙ্গিয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাঁদের জুয়ার আসর থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, খালিশা চাপানী ইউনিয়নের মহির উদ্দিনের ছেলে সমেজ উদ্দিন, মন্নাব আলীর ছেলে তাহেব আলী, মনছুর আলী ছেলে শহিদুল ইসলাম, রমন আলীর ছেলে ময়ুর আলী ও আকবর মিয়ার ছেলে কালাম মিয়া। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. নাজমুন নাহার মুন'৫কে উক্ত বিষয়ে অবগত করলে দ্রুত সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালদ পরিচালনা করেন।

ভ্যাম্যমান আদালদের মাধ্যমে গ্রেফতারকৃত প্রত্যকে বঙ্গিয় প্রকাশ্যে জুয়া খেলার আইনে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ নিশ্চত করে বলেন, গ্রেফতারকতৃদের ভ্রাম্যমান আদালদের মাধ্যমে গতকাল রবিবার সকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন