বিলে ডুবে তিন শিশুর মৃত্যু

  12-07-2018 08:28AM


পিএনএস, শেরপুর: শেরপুরের নিখোঁজ তিন শিশুর মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনের চর গ্রামে বিলের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃত শিশুরা হলো উপজেলার কাউনেরচর এলাকার ফকির আলীর ছেলে নুর মোহাম্মদ (৭), একই গ্রামের শুকুর আলীর ছেলে মোহাম্মদ আলী (৭) ও ছোরহাব আলীর ছেলে রিয়াদ হোসেন (৬)।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার বিকেলে ভেলুয়ার কাউনের চর বিলের ধারে তিন শিশু খেলতে যায়। একপর্যায়ে আকস্মিকভাবে তারা বিলের পানিতে নিখোঁজ হয়।

সন্ধ্যার পর শিশু নূর মোহাম্মদের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে। পরে অনেক খোঁজাখুঁজি করেও অপর দুই শিশুর কোনো সন্ধান না পেয়ে শেরপুর দমকল বিভাগে খবর দেয়া হয়।

শেরপুর দমকল বিভাগ ও ময়মনসিংহ থেকে আসা দমকল বিভাগের ডুবুরি দল রাত সাড়ে ১০টার দিকে অপর দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন