আখাউড়ায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার পেয়েছে দেবগ্রাম হাই স্কুল

  12-07-2018 08:19PM

পিএনএস, ব্রাহ্মণবাড়িয়া থেকে মোঃ রাকিবুর রহমান রকিব : ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া উপজেলা আজ বৃহস্প্রতিবার সকালে মাধ্যমিক শিক্ষকদের মাসিক সমন্বয় সভা ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ এর পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান হয়েছে। মোগড়া মাদ্রাসাতুল সালেহা খাতুনে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার আয়োজনে অনুষ্ঠিত সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শওকত আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন।

সভা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। উপজেলা পর্যায়ে শ্রেষ্ট মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার পেয়েছেন আখাউড়া দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামানের হাত থেকে শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো: মাহফুজুর রহমান পুরস্কার গ্রহন করেন। মাদ্রাসা পর্যায়ে উপজেলার শ্রেষ্ট পুরস্কার পেয়েছেন টনকী মাদ্রাসা।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন