সুনামগঞ্জের বাগলী স্টেশন দিয়ে চুনাপাথর আমদানি শুরু

  12-07-2018 10:01PM

পিএনএস : সুনামগঞ্জের বাগলী শুল্ক স্টেশন দিয়ে ফের চুনাপাথর আমদানি শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ভারত-বাংলাদেশের আমদানিকারক ও রপ্তানিকারকদের উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাগলি শুল্কস্টেশন কয়লা চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতি শাহজাহান খন্দকার, উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম, আমদানীকারক এনামুল হক, নজরুল ইসলাম প্রমুখ। এছাড়াও স্থানীয় বর্ডারগার্ড, কাস্টমস ও স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভারত ও বাংলাদেশের পাথর আমদানি-রপ্তানি বাণিজ্যিক সম্পর্ক পুনরায় চালু হওয়ায় সীমান্ত এলাকার ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে ব্যাপক আনন্দ উল্লাস বইছে। বাগলী ও চারাগাঁও এলাকায় এতদিন বেকার থাকা প্রায় ৫ হাজার শ্রমিকদের মুখে আনন্দের হাসি। এর ফলে দীর্ঘদিনের এ জটিলতার অবসান ঘটেছে বলে স্থানীয় চুনাপাথর আমদানীকারক খালেক মোশারফ জানিয়েছেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন