বগুড়ায় গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী গ্রেফতার, দুই পুলিশ আহত

  15-07-2018 07:20PM

পিএনএস, বগুড়া প্রতিনিধি : মাদক ব্যবসায়ী ও ডাকাত দলের সদস্যরা একত্রিত হয়ে গভীর রাতে টহলরত পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এতে দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। পুলিশের পাল্টা জবাবে একজন মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে।

শনিবার গভীর রাতে বগুড়ার কাহালু উপজেলার কালাই খামারপাড়া পাকা রাস্তা এলাকায় এঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী বকুল সরদারকে (৩৬) উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে উপজেলার কালাই ঘুনপাড়ার বুলু সরদারের ছেলে। মাদক ব্যবসায়ী ও ডাকাত দলের হামলায় আহত হয়েছেন কাহালু থানার মোস্তফা এবং মতিন নামের দুই পুলিশ কনস্টেবল।

থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. শওকত কবির এ তথ্য নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ বকুল সরদারের কাছ থেকে একশ’ ১০ পিচ ইয়াবা সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বকুল শীর্ষ মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে থানায় মাদক, অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির পৃথক ৩ টি মামলা দায়ের করা হয়েছে। ইতিপূর্বেও এই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ৭টি মাদক মামলা সহ মোট ৮টি মামলা রয়েছে বলে জানান ওসি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন