শেরপুরে বিদ্যুতের আলোয় আলোকিত হলো ৭০৮ টি পরিবার

  16-07-2018 07:56PM

পিএনএস, শেরপুর (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার শেরপুর উপজেলায় বিদ্যুতের আলোয় আলোকিত হলো নির্ভৃত পল্লীর ৭০৮টি পরিবার। গত রোববার (১৫জুলাই) বিকেলে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের সিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিদ্যুতায়নের উদ্বোধন করেন। বিদ্যুতের আলোয় আলোকিত হওয়া গ্রামগুলো হলো- সীমাবাড়ী ইউনিয়নের সিমলা, বেটখৈর, নিশিন্দারা ও খানপুর ইউনিয়নের নলবাড়িয়া গ্রাম। এই এগারো কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণে ব্যায় হয়েছে এক কোটি নয় লাখ বিরাআশি হাজার টাকা।

অত্র সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি হাবিবর রহমান বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। তাঁর দীর্ঘমেয়াদি পরিকল্পনার ফলে বর্তমানে দেশ বিদ্যুতের ক্ষেত্রে স্বয়ংসম্পুর্ণতা অর্জন করেছে। গ্রামের প্রতিটি বাড়িতে বিদ্যুত পৌঁছে দেয়া হচ্ছে। এতে করে গ্রামীণ কর্মসংস্থান বাড়বে। অর্থনীতি গতিশীল হবে। তাই উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামি একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে।

উক্ত বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফ উদ্দিন সরকার মুকুল, বগুড়া পল্লী বিদ্যুতের নির্বাহী প্রকৌশলী খাদেমুল ইসলাম। এছাড়া অন্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সীমাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, পল্লীবিদ্যুতের আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আল আমিন চৌধুরী, আ.লীগ নেতা আবু তালেব আকন্দ প্রমুখ বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে স্থানীয় আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন