ঢাকা-বরিশাল মহাসড়কে বেইলি ব্রিজ ধসে যান চলাচল বন্ধ

  17-07-2018 12:28PM


পিএনএস, বরিশাল: বরিশালের গৌরনদীতে বালু বোঝাই ট্রাক ওঠায় নির্মাণাধীন কালভার্টের বিকল্প বেইলি ব্রিজ ধসে পড়েছে। এতে ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৭ জুলাই) সকাল ছয়টায় উপজেলার ইল্লাহ গ্রামে এ ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুর থেকে গৌরনদীগামী একটি ট্রাক ওই বিকল্প বেইলি ব্রিজের ওপর উঠলে সেটি ধসে পড়ে। এতে রাস্তার দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়েছে।

একাধিক দূরপাল্লার বাস চালক বলেন, ঠিকাদারের গাফিলতি ও নিম্নমানের সামগ্রী দিয়ে বেইলি ব্রিজ নির্মাণ করায় সেটি ধসে পড়েছে। এটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যে সেটি ভারী যানবাহনের ভার সহ্য করতে পারেনি।

ফলে দূরপাল্লার বাসগুলো কোটালিপাড়া পয়সারহাট হয়ে বরিশালসহ দক্ষিণাঞ্চলে প্রবেশ করছে। এতে প্রায় একশ কিলোমিটার অতিরিক্ত ঘুরে আশায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন