চিরিরবন্দরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন

  17-07-2018 05:56PM

পিএনএস, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : সরকারের উন্নয়নের ধারাবাহিকতার অংশ হিসেবে দিনাজপুরের চিরিরবন্দরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ।

১৭ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় গণপূর্ত বিভাগের ‘‘দেশের গুরুত্বপূর্ণ ১৫৬টি উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মান প্রকল্পের আওতায় ১ কোটি ৮৫ লক্ষ ৫৬ হাজার ৩৮০ টাকা ব্যয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ত্রি-তল ভবনের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।

চিরিরবন্দর উপজেলা আওয়ামীগের সভাপতি আয়ুবুর রহমান শাহ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান পি,এস,সি (অবঃ), যুগ্ম-সচিব ও প্রকল্প পরিচালক আতাউল হক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেজবাউল করিম, অফিসার ইনচার্জ মোঃ হারেসুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোকছেদ আলী মন্ডল, সাধারন সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, মন্ত্রীপত্নি শাহিন আলীসহ উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী সকাল ৯টায় দিনাজপুর জেলা পরিষদের আওতায় এক কোটি ৬৭ লক্ষ টাকা ব্যয়ে উপজেলা পরিষদ চত্বরে ডাক বাংলোর দ্বি-তল ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী আবু তাহের মোঃ মাসুদ রানা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী ২০১৭-১৮ অর্থ বছরে প্রধান মন্ত্রীর বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় উপজেলার ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মাধ্যমিক হতে স্নাতক পর্যায় পর্যন্ত ৫৪৬ জন ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষাবৃত্তি হিসেবে ৪ লক্ষ টাকা ও চারটি গ্রুপের ২০ জনকে চারটি পাওয়ার টিলার বিতরণ করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন