বেনাপোলে ২টি সোনার বারসহ আটক ১

  18-07-2018 10:19AM


পিএনএস, বেনাপোল: বেনাপোল বাজার থেকে ১ কেজি ১০০ গ্রাম ওজনের ২টি সোনার বারসহ মিলন হোসাইন (২৪) নামে একজন স্বর্ন পাচারকারীকে আটক করেছে ৪৯বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা । সে বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ি নারায়ণপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে।

বুধবার (১৮ জুলাই) সকাল ৯টার সময় বেনাপোল বাজার সোনালী ব্যাংকের সামনে থেকে তাকে আটক করে আমড়াখালী বিজিবি সদস্যরা।

বিজিবি জানায়, বেনাপোল বাজার থেকে সোনার একটি চালান নিয়ে ভারতে পাচারের জন্য সীমান্তে যাবে। এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বেনাপোল সড়কে আগে থেকে অবস্থান নেয়। এমন সময় মিলন হেটে যাওয়ার সময় সন্দেহজনক ভাবে বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ২টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ১ কেজি ১০০ গ্রাম। যার বাজার মূল্য ৫৫ লাখ টাকা।

আমড়াখালী বিজিবি কমান্ডার নায়েব সুবেদার মিজানুর রহমান ১ কেজি ১০০ গ্রাম ওজনের ২ টি সোনার বারসহ পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতকে সোনাসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন