বিসিসি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ইশতেহার ঘোষণা

  20-07-2018 08:00PM

পিএনএস, নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি ও মাদকমুক্ত মহানগরী গড়ে তোলাসহ ৩১ দফা ইশতেহার ঘোষণা করেছেন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে অংশগ্রহনকারী একমাত্র স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ বশির আহমেদ ঝুনু।

শুক্রবার বেলা ১২ টায় ইশতেহার ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন তিনি। এর আগে নগরের দক্ষিন আলেকান্দার শহীদ আলতাফ মেমোরিয়াল স্কুলে সংলগ্ন তার নিজ বাসভবনে বসে এ ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে তিনি, নগরের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা, ভরাট খালগুলো পুনখনন ও দখল হওয়া খাল পুনঃরূদ্ধার কার, হকারদের জন্য পৃথক ৪ টি হকার্স মার্কেট তৈরি করা, নগরের রাস্তাঘাটের উন্নয়ন করা, ওয়ার্ডগুলোতে আধুনিক ডাষ্টবিন বসানো এবং বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকক পরিশোধনাগার স্থাপন, নারীদের জন্য প্রতিটি ওয়ার্ডে আলাদা টয়লেট স্থাপন, কর্মজীবি নারীদের জন্য হোষ্টেল, ইমাম, মুয়াজ্জেম, ধর্মযাজক ও পুরোহিতদের জন্যসিটি ভাতা প্রদানের ব্যবস্থা চালু করা, বর্ধিত এলাকার উন্নয়ন করা, নগরের পাশের পিছিয়ে পড়া ইউনিয়ন গুলোকে সিটির আওতায় আনা, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য স্টুডেন্ট সার্ভিস চালু করা, পথশিশুদের উন্নয়নে পথশিশু ট্রাষ্ট গঠন,মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি প্রদান করা, রাজনৈতিক সহবস্থান অটুট রাখাসহ ৩১ টি দফার কথা উল্লেখ করেন।

ইশতেহার ঘোষণাকালে তার সাথে কর্মী-সমর্থকসহ বিভিন্ন গনমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন