ঠাকুরগাঁওয়ে স্বস্তির বৃষ্টি!

  20-07-2018 10:04PM

পিএনএস ডেস্ক : টানা দুইদিনের তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে ঠাকুরগাঁওয়ে। ঠাকুরগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের কোন অফিস না থাকায় গরমের তীব্রতা রেকর্ড করা সম্ভব হয়নি। তবে বিভিন্ন অ্যাপস দেখে ধারণা করা হচ্ছে গরমের মাত্রা ৪০ ডিগ্রী থেকে ৪৫ ডিগ্রী সেলসিয়াসের ভেতর ছিল। অসহ্য গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল।

নদী, খাল, বিলের পানিও শুরু করেছিল কমতে। অসহ্য গরমে বয়ঃবৃদ্ধরা রীতিমত ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছিল হিট ষ্ট্রোকের আশংকায়। অবশেষে শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট থেকে শুরু হয় ঝড়ো হাওয়ার সাথে বজ্রসহ বৃষ্টি।৬টা ৪০মিনিট পর্যন্ত টানা বৃষ্টিতে স্বস্তি ফেরে শহর বাসির। এ সময় কিশোর, যুবকদের বল নিয়ে মাঠে নামতে দেখা যায়। যেনো এমনি একটা মূহুর্তের অপেক্ষায় ছিল সবাই।অনেক বয়ঃবৃদ্ধদেরও খালি গায়ে বৃষ্টিতে উল্লাস করতে দেখা যায়।

সন্ধ্যা পৌনে ৭ টার পর বৃষ্টি হালকা হয়ে আসে। আবার ৬ টা ৫০ থেকে আবারও ছন্দের মতো বৃষ্টি নামতে থাকে যেনো ভিজিয়ে দেয় মানুষের উষ্ণ হৃদয়কে।এরিপোর্ট লিখা পর্যন্ত ঠাকুরগাঁওয়ে প্রবল বৃষ্টি ঝড়ছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন