লক্ষ্মীপুরে প্লাবন ভূমি/ প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা অবমুক্তি কার্যক্রম উদ্বোধন

  13-08-2018 04:35PM

পিএনএস, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের আওতায় জলাশয় এবং বর্ষা প্লাবিত ধানক্ষেত প্লাবনভূমি/ প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা অবমুক্তির কার্যক্রম উদ্বোধনী সোমবার দুপুরে উপজেলা পরিষদ পুকুরে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহা: শাজাহান আলি।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সারোয়ার জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা এম এস মহিব উল্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যা, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সহকারী মৎস্য অফিসার আবুল কাসেম, জাহিদুল ইসলাম প্রমুখ।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, বর্ষা প্লাবিত ধানক্ষেত প্লাবনভূমি/ প্রাতিষ্ঠানিক জলাশয়সহ বিভিন্ন স্থানে মোট ১ লাখ টাকা মূল্যের ২৮৬ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তি করা হয়। মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন