চার রিকশাকে চাপা দিল প্রাইভেকটার

  16-08-2018 03:09AM

পিএনএস ডেস্ক: নারায়ণগঞ্জে একটি বেপরোয়া প্রাইভেকটারের ধাক্কায় চারটি রিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এতে যাত্রী ও চালকসহ অন্তত আটজন আহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা বেপরোয়া গাড়িটিকে ধাওয়া করে আটক করলেও পালিয়ে যায় চালক। পরে গাড়িটিতে ভাঙচুর চালায় জনতা।

বুধবার (১৫ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে শহরের জামতলা হিরা কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ছয়জনকে শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এরা হলেন- লালু মিয়া (২৮), রুহুল আমিন (৩০), এসএম সামিউল ইসলাম (২২), রাসেল (২৮), রাসেলের স্ত্রী বৃষ্টি (২৫), রাসেলের ভাতিজি চাঁদনী (১০)।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) দিদার বলেন, জামতলায় একটি প্রিমিও প্রাইভেটকার বেপরোয়াভাবে চালিয়ে চারটি রিকশাকে ফেলে দিয়ে দ্রুতবেগে চলে যায়। এ সময় রিকশাচালকসহ আটজন আহত হয়। পরে স্থানীয়রা ধাওয়া করে গাড়িটিকে। চালক জামতলা ঈদগাহ পর্যন্ত চালিয়ে গাড়িটি রেখে দৌড়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, গাড়িটির কোনো নম্বর প্লেট ছিল না। গাড়িটি হয়তো কোনো ওয়ার্কশপ থেকে নেয়া হয়েছে অথবা নতুন কেনা। ভেতরে কোনো কাগজপত্রও পাইনি। গাড়িটির মালিকের খোঁজ নেয়ার চেষ্টা ও চালককে আটকের চেষ্টা চলছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন