চিরিরবন্দরে বৃক্ষ মেলার উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

  16-08-2018 05:32PM

পিএনএস, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি : ‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮টি স্টল নিয়ে দিনাজপুর চিরিরবন্দরে শুরু হয়েছে পাচঁ দিনব্যাপী বনজ, ফলদ ও ভেষজ বৃক্ষ মেলা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহামুদ আলী এমপি।

চিরিরবন্দর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম রব্বানী, বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মীনি মিসেস শাহীন আলী। কৃষি ও ফলদ বৃক্ষ মেলায় মাননীয় মন্ত্রীকে বিভিন্ন স্টল ঘুরে দেখান কৃষি অফিসার মোঃ মাহমুদুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের পল্লী বিদ্যুত সমিতির-১এর জেনারেল ম্যানেজার হরেন্দ্র নাথ বর্মন,চিরিরবন্দর সহকারী কমিশনার(ভুমি)মো:মেজবাউল করিম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ্,সাধারন সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার জিএম সারোয়ার,সামাজসেবা অফিসার মইনুল হক,আবাসিক মেডিকেল অফিসার মূর্তজা আল-মামুন,মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান,সমবায় অফিসার মোস্তাফিজুর রহমান,আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দীন সরকার গোলাপ,চিরিরবন্দর অফিসার ইনচার্জ মো.হারেসুল ইসলাম,ওসি তদন্ত শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন,হেলাল সরকার প্রমূখ।

বৃক্ষ মেলায় মন্ত্রী পরিদর্শন শেষে উপজেলা তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে বিভিন্ন ফলদ বৃক্ষ তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহামুদ আলী এমপি।

পরে মন্ত্রী উপজেলা সামাজসেবা,যুবউন্নয়ন এবং সমবায় সমিতির বিভিন্ন প্রতিষ্ঠানে ঋণ ও অনুদানের চেক বিতরণ,উপজেলা বিভিন্ন গ্রামের বিদ্যুতায়নের উদ্ধোধন,দুপুর ১২ টায় চিরিরবন্দর প্রাথমিক বিদ্যালয়ের বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অভিভাবকগণের সাথে মতবিনিময় সভা করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন