দৌলতদিয়ায় পারের অপেক্ষায় ছয় শতাধিক যানবাহন

  17-08-2018 11:03AM


পিএনএস ডেস্ক: দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে কয়েক দিন ধরে পদ্মা নদীতে প্রবল স্রোত ও ফেরি সঙ্কটের কারণে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে রাজবাড়ীর দৌলতিদয়া প্রান্তে চার কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাকসহ ছয় শতাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের পদ্মার মোড় পর্যন্ত এ সিরিয়াল দেখা গেছে।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, সিরিয়ালে রয়েছে শতধিক যাত্রবাহী বাস, ৬০ থেকে ৭০টি গরুবাহী ও পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্যান্য যনবাহন।

আমানত শাহ ফেরির মাস্টার জাহাঙ্গীর আলম জানান, নদীতে বর্তমানে প্রবল স্রোত। তাই নদী পার হতে আগের চেয়ে সময় বেশি লাগছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আবু আব্দুল্লাহ জানান, নদীতে তীব্র স্রোত থাকার কারণে পারাপার হতে দ্বিগুন সময় লাগছে। যে কারণে ঘাটে ফেরি পারের অপেক্ষাও বাড়ছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন