মুন্সীগঞ্জে ট্রলার ডুবি

  18-08-2018 03:03PM


পিএনএস, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদীর মোহনায় যাত্রীবাহী গ্রীন লাইন-০২ লঞ্চের প্রচণ্ড ঢেউয়ে একটি ইট বোঝাই ট্রলার ডুবে যায়।

এসময় কোষ্ট গার্ডের সদস্যরা ১০ শ্রমিককে উদ্ধার করে। শনিবার (১৮ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

উদ্ধারকৃত শ্রমিকরা হলো, আব্দুল মান্নান, মো. হারুন, মো. আলমগির, মো. ইসমাঈল, মো. নূরুল হক, মাঈনউদ্দিন, মো. আবু বক্কর, মো. হাতেম, মো. আমানউল্লাহ, মো. মহিউদ্দিন।

গজারিয়া কোস্ট গার্ডের পেটি অফিসার ও স্টেশন কমান্ডার ইব্রাহীম খলিল জানান, সকাল পৌনে ১০টার দিকে যাত্রীবাহী গ্রীন লাইন লঞ্চের ঢেউয়ের কবলে পড়ে ১০ হাজার ইট বোঝাই ট্রলারটি নদীতে তলিয়ে যায়। এসময় কোস্টগার্ড সদস্যরা স্পিডবোটের মাধ্যমে ১০ শ্রমিককে জীবিত উদ্ধার করে।

ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান পাওয়া যায়নি। তবে এই ঘটনায় কেউ নিখোঁজ হয়নি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন