ভাত রাঁধতে দেরি হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা!

  18-08-2018 04:08PM

পিএনএস ডেস্ক : নওগাঁর ধামুইরহাট উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ফুলমনি হাসদা (৪৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরদ্ধে।

শুক্রবার রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের ভেরম সোনাদিঘী গ্রামের আদিবাসী পল্লীতে এই ঘটনা ঘটে। এ সময় গ্রামবাসী নিহতের স্বামী সেভেন মুর্মুকে (৬০) আটক করে পুলিশে সোর্পদ করেছে।

এ ঘটনায় শনিবার সকালে নিহতের মামা পরিমল কিসকু বাদি হয়ে সেভেন মুর্মুকে আসামি করে হত্যামামলা দাযের করেছেন। পরে শনিবার দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরেই সংসারের বিভিন্ন বিষয় নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ চলছিল। শুক্রবার রাত ৮টার দিকে ভাত রাঁধতে দেরি হওয়ায় সেভেন মুর্মু তার স্ত্রীকে বাঁশের গোড়া দিয়ে পেটান। এতে ঘটনাস্থলেই ফুলমনির মৃত্যু হয়।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন