কামালপুর ইউনিয়নে ভিজিএফের চাল না পেয়ে মানববন্ধন

  18-08-2018 06:15PM

পিএনএস, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ভিজিএফের চাল না পেয়ে সংশ্লিষ্ট চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।

১৮ আগস্ট শনিবার বিকাল ৩টা থেকে ৪ টা পর্যন্ত ধানুয়া কামালপুরের মির্ধাপাড়া মোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।জানা গেছে, ঈদ উল আজহা উপলক্ষে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে ৪ হাজার ১৫৯ টি ভিজিএফের কার্ড বরাদ্দ দেওয়া হয়।

গত তিন ধরে ওই ইউনিয়নে চাল বিতরণ চলছে। শনিবার ২০০ কার্ডধারী চাল না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠে।পরে তারা দুপুর ২ টায় ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান নেয় এবং স্থানীয় মির্ধাপাড়া মোড় এলাকায় মানববন্ধন করে। মানববন্ধনে তারা অবিলম্বে চাল আত্মসাতকারী সংশ্লিষ্ট চেয়ারম্যান সহ জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

তবে ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের সচিব মফিজ দুলাল জানান, নির্ধারিত সময়ে চাল বিতরণ শেষ করা হয়েছে।সময়মত কিছু কার্ডধারী চাল না নেয়ায় সেই চাল গুলো স্থানীয় গরিব ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। এখানো কোন অনিয়ম বা চাল আত্মসাতের ঘটনা ঘটেনি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন