দিনাজপুরে ট্রাক্টর চাপায় স্কুলছাত্র নিহত

  19-08-2018 05:56PM

পিএনএস ডেস্ক : দিনাজপুরের স্কুলে যাওয়ার পথে ট্রাক্টর চাপায় অন্তর রায় নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় চালকসহ ট্রাক্টর মালিকের শাস্তির দাবিতে আজ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে।

আজ সকাল সাড়ে ৮টার দিকে জেলার পার্বতীপুর উপজেলার আমবাড়ী বাজারের দলিলুর রহমানের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত অন্তর রায় (৯) চিরিরবন্দর উপজেলার দক্ষিণ বিশ্বনাথপুর গ্রামের কুমদ চন্দ্র রায়ে ছেলে এবং আমবাড়ী মেরিগোল্ড প্রিপারেটারী কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৮টায় অন্তর তার মামার সাথে বাইসাইকেলে স্কুলে যাচ্ছিল। এসময় আমবাড়ি বাজারে কৃষি ব্যাংকের সামনের রাস্তায় বিপরীত দিক আসা একটি ট্রলি বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অন্তর মারা মৃত্যুবরণ করে। ঘটনার পর ট্রলির চালক পালিয়ে যায়।

ঘটনার প্রতিবাদে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ওই স্কুলের শিক্ষার্থীসহ কয়েক’শ বিক্ষুদ্ধ জনতা দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে। এতে ওই সময় মহাসড়ক দিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে চলাচলরত যাত্রীদের চরম দুর্ভোগ পোহায়। পরে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানের সমঝোতায় অবরোধ তুলে নেয়।

চিরিরবন্দর থানার ওসি মো. হারেসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন