শায়েস্তাগঞ্জে ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

  20-08-2018 02:43PM

পিএনএস ডেস্ক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জানে আলম (২০) নামে এক ডাকাতকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এর আগে ডাকাত দলের অস্ত্রের আঘাতে রাবিয়া খাতুন (৪০) নামে এক নারী আহত হয়েছেন। সোমবার ভোরে শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামে এই ঘটনা ঘটে।

আটক জানে আলম লাখাই উপজেলার সিংহগ্রামের কাছুম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে সুরাবই গ্রামের আব্দুল করিমের বাড়িতে ১০-১২ জনের একদল ডাকাত হানা দেয়। আব্দুল করিম, তার স্ত্রী এবং ৪ সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুটে করে তারা। এ সময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন রাবিয়া খাতুন। পরবর্তীতে ওই পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় জনতা এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া করেন। এ সময় জানে আলমকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন