ডিমলায় ল্যাম্ব এর উদ্যোগে চেক প্রদান

  20-08-2018 03:56PM

পিএনএস, ডিমলা নীলফামারী প্রতিনিধি : নীলফামারী ডিমলা উপজেলা ল্যাম্ব -শো প্রকল্পের আয়োজনে সেপ্টিনেট সাপোর্ট এর ৮ নং ঝুনাগাছ চাপানী মোছাঃ নিলুফা ইয়াছমিন, মোছাঃ বেবী আক্তার, ৭ নং খালিশা চাপানী ইউনিয়নের মোছাঃ নাছিমা আক্তার নামে প্রসূতি মাকে ২০ আগষ্ট সকাল ১১ টায় ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদ হলরুমে ল্যাম্ব-শো প্রকল্পের উদ্দ্যোগে প্রতিজনকে ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্রের সভাপতি ৮ নং ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুর রহমান , এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, মোঃ ছাইদুল ইসলাম, সমাজসেবক মোঃ মোজাফ্ফর হোসেন, ইউনিয়ন স্বাস্থ্য, শিক্ষা ও পঃ পঃ স্থায়ী কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান, ঝুনাগাছ চাপানী ডিজিটাল সেন্টারের উদ্দ্যোক্তা শফিকুল ইসলাম, সমাজসেবক মোঃ তবিবর রহমান, পরিববার কল্যাণ পরিদর্শিকা মোছাঃ রীনা বেগম ল্যাম্ব -শো প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আনিছুর রহমান (আনিছ), সিএইচ ডব্লিউ আব্দুল খালেক, মোছাঃ মাহমুদা খাতুন ও আতাউজ্জামান।

প্রধান অতিথি তার বক্তব্য ল্যাম্ব শো- প্রকল্পের প্রসূতি মাদের আর্থিক সহায়তার ব্যাপারে ভূয়সি প্রশাংসা করেন পাশাপাশি শিশু সুরক্ষা, মেয়ে শিশু ও ছেলে শিশুর বৈষম্য না করার জন্য পরামর্শ প্রদান করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন