রংপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কথিত মাদক ব্যবসায়ী নিহত

  14-09-2018 08:49PM

পিএনএস, রংপুর প্রতিনিধি : রংপুর নগরীর রাধাকৃষ্ণপুর এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে।তার নামে বিভিন্ন ১৩টি মামলা রয়েছে।র‌্যাব দাবি করেছে নিহত যুবক মাদক ব্যবসায়ী ও জেলা ডাকাত দলের সদস্য।

নিহত শওকত ইসলাম ঘুঘু নগরীর দেওডোবা ডাঙ্গিরপাড় এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার মধ্যরাতে রাধাকৃষ্ণপুর রহমতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রংপুর র‌্যাব-১৩ মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মর্তুজা এসব তথ্য জানান।

এএসপি গোলাম মর্তুজা জানান, গোপনে মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় যায়। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেয়ে সেখান থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়।

এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। দুপক্ষের মধ্যে গোলাগুলির একপর্যায়ে ঘুঘু নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, ঘুঘুর লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি ও মাদকসংক্রান্ত ১৩টি মামলা রয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন