কক্সবাজারের খাবার হোটেলে অভিযান

  15-09-2018 12:08AM

পিএনএস ডেস্ক: স্বাস্থ্যসম্মত খাবার তৈরিসহ ভোক্তার অধিকার নিশ্চিত করতে পর্যটন নগরী কক্সবাজারের খাবার হোটেলগুলোতে অভিযান শুরু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন এলাকায় অবস্থিত হোটেল, রেস্তোরাঁয় অভিযান চালিয়ে নয়টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করে অধিদফতর।

এসব হোটেল-রেস্তোরাঁর মধ্যে হান্ডি কক্সকে এক লাখ, কড়াই রেস্টুরেন্টকে ৭৫ হাজার, পউসী রেস্টুরেন্টকে ২৫ হাজার, ঝাউবন রেস্তোরাঁকে ২৫ হাজার, রান্নাঘর রেস্তোরাঁকে ২৫ হাজার, সৈকত ভাতঘরকে ১০ হাজার, বৈশাখী মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার, নূর হোটেলকে ১০ হাজার এবং কস্তুরো রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সার্বিক তত্ত্বাবধায়ন করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। অভিযান পরিচালনা করেন অধিদফরের কক্সবাজার জেলার সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ দৌলা এবং সদর মডেল থানার এসআই হারুন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন