পার্বতীপুরে ট্যাঙ্ক লরি নিয়ন্ত্রন হারিয়ে মসজিদে, আহত ২

  15-09-2018 05:17PM

পিএনএস, পার্বতীপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে জ্বালানী তেলবাহী ট্যাঙ্ক লরি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্বে এক মসজিদে ঢুকে পড়ার ঘটনা দুজন আহত হয়েছে। এদিকে মসজিদের ঢুকে পড়ায় দূর্ঘটনায় পথিত ট্যাঙ্ক লরির সামনের অংশ দুমরেমুচড়ে যায় এবং মসজিদের দেয়াল ভেঙ্গে পড়ে। এসময় রাশেদ ও জিয়াদ নামের জন আহত হয়। পরে রাশেদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে দূর্ঘটনাটি নামাজের কিছুক্ষন পরে হওয়ায় মসজিদের মুসল্লীদের মাঝে কেউ হতাহতের স্বীকার হয়নি।

জানাযায়, হবিগঞ্জ রশিদপুর থেকে পেট্রোল নিয়ে পার্বতীপুর রেলওয়ে হেড ডিপোতে আসে ট্যাঙ্ক লরিটি। গতকাল রাত সোয়া ৯টার দিকে ফেরার পথে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কে নিয়ন্ত্রন হারিয়ে (ঢাকা মেট্রো ঢ- ৪১- ০৩৯৫) লরিটি হলদীবাড়ী পাথারিপাড়া জামে মসজিদে আঘাত করে। এতে আহত হন চকমুশা গ্রামের ভ্যান চালক জিয়াদ (৩৬) ও ট্যাঙ্ক লরির হেলপার সিলেট শ্রীমঙ্গল মির্জাপুর গ্রামের রাশেদ আলী (২৫)। জিয়াদ কে স্থানীয় হাসপাতালে ও রাশেদকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন