গাইবান্ধায় নদ-নদীগুলোর পানি বৃদ্ধি

  18-09-2018 03:56PM


পিএনএস, গাইবান্ধা প্রতিনিধি: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে মঙ্গলবার পানি বৃদ্ধি না পেলেও জেলা শহরের ঘাঘট নদী, গোবিন্দগঞ্জের করতোয়া ও সুন্দরগঞ্জের তিস্তা নদীর পানি সামান্য বৃদ্ধি পেয়েছে। তবে ব্রহ্মপুত্র নদ ছাড়া অন্যান্য নদীগুলোর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি ঘাট পয়েন্টে এখনও বিপদসীমার ৭ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ব্রহ্মপুত্র নদের পানির চাপে ফুলছড়ি উপজেলার পূর্ব কঞ্চিপাড়ার টিআর রাস্তা ভেঙ্গে যায়। ফলে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব কঞ্চিপাড়া, খোলাবাড়ি ও উড়িয়া ইউনিয়নের উত্তর উড়িয়া গ্রামে পানি প্রবেশ করে এবং ওইসব গ্রামের প্রায় ৮ হাজার মানুষের সড়ক যোগাযোগ মারাত্মকভাবে বিঘিœত হয়েছে। এতে বিপন্ন হয়ে পড়েছে ওই সমস্ত এলাকার মানুষ। তলিয়ে গেছে চলতি রোপা আমন ও গ্রামের কতিপয় বসতবাড়িতে পানি উঠতে শুরু করেছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন