শেরপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৈজ্ঞানিক সামগ্রী বিতরণ

  25-09-2018 05:10PM

পিএনএস, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : মানুষগড়ার কারিগর শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহবান জানিয়েছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সরকারদলীয় জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান। পাশাপাশিআদর্শ জাতি গঠনে শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষাদানের ওপর গুরুত্বারোপ করেন। গতকাল মঙ্গলবার (২৫ সেপ্টেম¦র) দুুপুরে বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৈজ্ঞানিক সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহবান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে শহরের শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসার সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমপি হাবিবর রহমান আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষাখাতেও ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। এজন্য আগামি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। উক্ত অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌরমেয়র আব্দুস সাত্তার, সহ-সভাপতি আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, আ.লীগ নেতা মকবুল হোসেন, আবু তালেব আকন্দ, অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই বারী, প্রভাষক মোহাম্মদ আলী প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল হক। পরে প্রধান অতিথি এমপি হাবিবর রহমান উপজেলার ৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে বৈজ্ঞানিক সামগ্রী বিতরণ করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন